• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ ঢাকা ও সিলেটে

  • ''
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ক্রীড়া ডেস্ক: 

চলতি বছর রয়েছে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।  ছেলেদের বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে জুনে।  আর নারীদের বিশ্বকাপ হবে সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝিতে।  এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। 

বৈশ্বিক আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দারুণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এরই মধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।  বোর্ডের একটি সূত্র জানিয়েছে, টুর্নামেন্ট আয়োজনের জন্য ঢাকা ও সিলেটকে বেছে নিয়েছেন তারা।  বিশ্বকাপের আগে দুটি ভেন্যুই সংস্কার করা হবে বলে জানা গেছে।

১০ দলের বিশ্বকাপের দুই গ্রুপে খেলা ভাগ হয়ে হবে সিলেট ও ঢাকায়।  সিলেটে মূল মাঠের বাইরে একাডেমি মাঠেও হবে খেলা।  তবে টুর্নামেন্টের আগে ওয়ার্মআপ ম্যাচ হবে বিকেএসপিতে।

বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি ও ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।  সবকিছু ঠিক থাকলে ১৭ মার্চ বাংলাদেশে পা রাখার কথা অস্ট্রেলিয়া নারী দলের।  বাংলাদেশের অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ মার্চ।  সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মার্চ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads